CAll Us: 01917241202 Submit Ticket   Login
ডোমেইন কি ? এবং হোস্টিং কি ??

ডোমেইন কি ? এবং হোস্টিং কি ??

ডোমেইন এবং হোস্টিং কি ?

ডোমেইন এবং হোস্টিং কি ? কি কাজে প্রয়োজন এবং কোথায় পাওয়া য়ায়।

আমাদের কোম্পানি প্রচার করার জন্য আমরা অনেক সময় এসএমএস দিয়ে থাকি। অনেকেই  আমাকে ফোন করে প্রশ্ন করেন ডোমেইন কি ? এবং হোস্টিং কি ???  যারা এধরনের প্রশ্ন করেন তাদের জন্য একটা পোস্ট দিলিখলাম। এখানে তুলে ধরা হয়েছে- ডোমেইন কি?  এবং হোস্টিং কি? এগুলো কি কাজে ব্যবহার হয় এবং কোথায় পাওয়া যায়।

১) ডোমেইন কি ?

ওয়েরসাইট করতে হলে আপনাকে আপনার ওয়েবসাইটের একটি নাম দিতে হবে। আর ওয়েবসাইটের সেই নামটাকেই বলা হয় ডোমেইন। যে নামের মাধ্যমে আপনার ওয়েবসাইট লোকজন খুজে পাবে সেটাই হলো ডোমেইন। যেমন আমরা ফেইসবুক কে খুজে পাই www.facebook.com দিয়ে। গুগল কে অমারা খুজেপাই www.google.com দিয়ে। যে নাম দিয়ে আপনার ওয়েবসাইট একজন লোক ভিজিট করবে সেটাই হলো আপনার ওয়েবসাইটের ডোমেইন । ডোমেইন শুধুমাত্র .com দিয়েই হবে সেরকম নয়, বিভিন্ন ধরনের ওয়েবসাইটে বিভিন্ন ধরনের ডোমেইন লোকজন ব্যবহার করে। ব্যবসা বা সাধারন ব্যবহারের জন্য সবাই .com ই ব্যবহার করে। তবে বিভিন্ন ধরনের ওয়েবসাইটের জন্য লোকজন বিভিন্ন ডোমেইন এক্সটেনশন ব্যবহার করে যেমন: অরগানাইজেশনের জন্য .org, নেটওয়ার্কিং সাইটের জন্য .net (www.arkhanhost.com), ইনফরমেশন সাইটের জন্য .info ইত্যাদিসহ আরও অনেক ধরনের ডোমেইন ব্যবহার করা হয়।

উপরে যে ডোমেইনের কথা বলা হলো সেটা প্রিমিয়াম ডোমেইন। এগুলো আপনার ওয়েবসাইটে ব্যবহার করতে হলে আপনাকে টাকা দিয়ে কিনতে হবে। সাধারনত এধরনের ডোমেইনের মূল্য ৮০০-২০০০ টাকার মধ্যে হয়ে থাকে এক বছরের জন্য।

২) হোস্টিং কি ?

অনেকেই ডোমেইন কি তা জানেন কিন্তু হোস্টিং কি তা জানেন না। আপনি একটি ডোমেইন কিনলেন তাহলে আপনি আপনার ওয়েবসাইটের একটি নাম কিনলেন। আপনার ওয়েবসাইট কে এমন একটা পিসি তে রাখতে হবে যেটা ২৪ ঘন্টা এবং বছরে ৩৬৫ দিন অন থাকবে।

সব সময় চালু থাকে এমন একটা পিসিতে আপনার ওয়েবসাইট রাখার সুবিধা দিয়ে থাকে  হোস্টিং কোম্পানীগুলো। হোস্টিং কোম্পানীগুলো মাসিক বা বাৎসরিক টাকার বিনিময়ে এ সার্ভিস দিয়ে থাকে। বিভিন্ন কোম্পানী বিভিন্ন ধরনের মূল্যে হস্টিং প্রভাইড করে। বাংলাদেশে আপনাকে হোস্টিং নিতে হলে বিভন্ন কোম্পানীকে বিভিন্ন ধরনের মূল্য পরিশোধ করতে হবে। তাদের পিসি থেকে নির্দিষ্ট  পরিমান জায়গা আপনাকে কিনে ব্যবহার করতে হবে। আর আপনি ওয়েবসাইটের জন্য যে জায়গাটা কিনবেন সেটা হলো হোস্টিং।

আপনি চাইলে আপনার বাসার পিসিতেও আপনার ওয়েবসাইট রাখতে পারেন কিন্তু আপনার বাসার পিসি কি ২৪ ঘন্টা ৩৬৫ দিন চালু থাকে? আপনি আপনার পিসিতে ওয়েবসাইট রাখলে আপনার কম্পিউটার   বন্ধ বা ইন্টারনেট সংযোগ না থকলে আপনার ভিজিটর আপনার ওয়েবসাইট দেখতে পারবে না। আপনি যে পিসিতে আপনার ওয়েবসাইট হোস্ট করবেন সেটা সবসময় চালু থকতে হবে। আনার সাইট হোস্ট করা পিসি চালু থাকলেই আপনার ভিজিটর আপনার ওয়েবসাইট দেখতে পাবেন।

বাংলাদেশের হোস্টিং কোম্পানী সহ বিশ্বের যে সকল হোস্টিং  কোম্পানী আছে,যেমন এআর খান হোস্ট তারা বিভন্ন ধরনের হোস্টিং বিক্রি করে। এআর খান হোস্ট বিক্রি করে থাকে শেয়ার হোস্টিং, ভিপিএস, ডেডিকেটেড সার্ভার ইত্যাদি। আপনার প্রয়োজন অনুযায়ী আপনাকে হোস্টিং স্পেস কিনে নিতে পারবেন।

বর্তমান সময়ে  যারা জানে না তারা অনেকেই মনে করেন ডোমেইন হোস্টিং মনে হয় একই জিনিস । অথবা একটা কিনলে ২ টাই পাওয়া য়ায়। না মুলত ডোমেইন এক জিনিস আর হোস্টিং আরেক জিনিস। ২ টাই আপনাকে কিনতে হবে অলাদা আলাদা টাকা দিয়ে। তবে সাধারনত যারা হোস্টিং এবং ডোমেইন ২ টাই বিক্রি করে। আপনি চাইলে একই প্রভাইডারের কাছ থেকে ২ টাই কিনতে পারেন। আবার চাইলে আলাদা কোম্পানীর কাছ থেকেও কিনতে পারেন। তবে আমি বলবো আপনি ডোমেইন এবং হোস্টিং একই কোম্পানীর কাছ থেকে কিনেন তাতে আপনার মেইনটেনেন্সে অনেক সুবিধা  হবে।

আপনি চাইলে এআর খান হোস্ট  থেকে ডোমেইন এবং হোস্টিং ক্রয় করতে পারেন। এআর খান হোস্ট বাংলাদেশের ডোমেইন হোস্টিং প্রভাইডার। এআর খান হোস্ট বাংলাদেশে ভালো মানের ডোমেইন এবং হোস্টিং  সার্ভিস প্রভাইড করে থাকে এবং বাংলাদেশের বাইরের দেশেও হোস্টিং প্রভাইড করে। কিন্তু এআর খান হোস্ট সার্ভার হলো ইউ.এস.এ এর। তাই কোন রকম সার্ভির খারাপ হওয়ার সম্ভাবনা নেই।

এ.আর খান হোস্ট :
×

 

× How can I help you?